top of page
Search

Solar Eclipse 2021: ১০ জুন বছরের প্রথম সূর্যগ্রহণ, দেখা যাবে এ দেশ থেকেও, জানুন সময়

  • Writer: Vision X
    Vision X
  • Jun 3, 2021
  • 1 min read

জুন মাসে আরও এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে পৃথিবীবাসী। সামনেই আসছে বছরের প্রথম সূর্যগ্রহণ। আপনারা সবাই জানেন যে এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল ২৬ মে, বুদ্ধ পূর্ণিমার দিন । ২৬ মে চন্দ্রগ্রহণের পর এবার ১০ই জুন সূর্যগ্রহণ হতে চলেছে। ১০ই জুন দুপুর ১টা বেজে ৪২ মিনিট থেকে সন্ধে ৬টা ৪১ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ। আমেরিকার উত্তর ভাগ, রাশিয়া, গ্রিনল্যান্ড, উত্তর কানাডা, ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং এশিয়া থেকে দেখা যাবে এই গ্রহণ।ভারত থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে। ভারতের অরুণাচল প্রদেশ, লাদাখ এবং কলকাতার কিছু অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে। এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস না হলেও রিং অব ফায়ার গ্রহণ হবে। অর্থাৎ এ ক্ষেত্রে চাঁদের ছায়া সূর্যের উপর পড়ে প্রায় ৯৯ শতাংশই ঢেকে দেবে । ফলে হিরের আংটির মতো দেখাবে সূর্যকে । চন্দ্রগ্রহণের ১৫ দিনের মধ্যেই হতে চলেছে ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ ।গ্রহণ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ টা ৪২ মিনিট থেকে। পরিপূর্ণ গ্রহণ হবে অর্থাৎ চাঁদ, সূর্য কে পুরোপুরি ঢেকে ফেলবে ৪ টে ৩৭ মিনিটে । এই গ্রহণ শেষ দেখা যাবে ৬ টা ৪১ মিনিটে। তবে জানা গেছে এই বছরে দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ হবে। অর্থাৎ ১০ই জুনের পর একটি চন্দ্রগ্রহণ এবং একটি সূর্যগ্রহণ বাকি থাকবে। কুসংস্কার নয়, তথ্যমূলক, Scientific এবং Astronomical খবর দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

 
 
 

Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

©2021 by Vision X.

  • YouTube
bottom of page